ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের অবস্থা দেখ‌লে ম‌নে হয় দুর্ভিক্ষ চল‌ছে: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২২ মার্চ ২০২২   আপডেট: ১৪:৪০, ২২ মার্চ ২০২২
দেশের অবস্থা দেখ‌লে ম‌নে হয় দুর্ভিক্ষ চল‌ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড‌ভো‌কেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি অব্যবস্থাপনার কারণে সা‌র্বিক অবস্থায় ম‌নে হ‌চ্ছে দেশে দুর্ভিক্ষ চল‌ছে। বাজা‌রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে হা‌রে বাড়‌ছে, মানুষ না খেয়ে দিন যাপন করছে। 

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএন‌পির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় বিএনপি।

এসময় দ‌লের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারক‌লি‌পি দি‌য়ে বে‌রি‌য়ে রিজভী বলেন, দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। য‌দিও সরকার উন্নয়নের কথা বলছে। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। মানুষ খে‌য়ে না খে‌য়ে দিন কাটা‌চ্ছে। সরকারি অব্যবস্থাপনার কারণে কর্মসংস্থান নেই, কোটি কোটি যুবক বেকার। 'মড়ার উপর খাঁড়ার ঘা' হি‌সে‌বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়‌ছে প্রতি‌দিন।

তিনি বলেন, শুধু নিম্ন-মধ্যবিত্ত, মধ্য-মধ্যবিত্ত মানুষ নয়, সরকারি-বেসরকারি অ‌নেক চাক‌রিজীবীও টিসিবির লাইনে দাঁড়ি‌য়ে পণ্য কিন‌ছেন। এতে বোঝা যাচ্ছে, শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের নেই। সরকার দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত।

মেয়া/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়