ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাজধানীতে বিএনপির র‌্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ৭ এপ্রিল ২০২২  
বিশ্ব স্বাস্থ্য দিবসে রাজধানীতে বিএনপির র‌্যালি

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এ র‌্যালি করা হয়। র‌্যালি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। সাধারণ মানুষ এখন আর ভালো মানের চিকিৎসা পায় না। তাই, মানুষকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। করোনার সময় চিকিৎসা না পেয়ে অনেক মানুষ মারা গেছেন।’

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকদের হরিলুটের চিত্র দেখেছি। করোনাকালে সেই চিত্র আরও ভয়াবহ আকারে সবার সামনে এসেছে। করোনার সময় সারা দেশের মানুষ সাহেদ-সাবরিনা কাণ্ড দেখেছি। সে সময় নানা অনিয়ম আর অরাজকতা হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালিতে আরও অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) অনেক নেতাকর্মী।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়