ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাওরের ফসল রক্ষায় বিএনপির ৮ সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৭ মে ২০২২  
হাওরের ফসল রক্ষায় বিএনপির ৮ সুপারিশ

সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন বিএনপির মহাসচিব

প্রতি বছর বর্ষার সময় বাঁধ ভে‌ঙে হাওর অঞ্চ‌লের ফসল ত‌লি‌য়ে যায়। দেশের হাওর অঞ্চলের কৃষি ও কৃষকের অর্থনৈতিক সুরক্ষায় সুপারিশ করেছে বিএনপি।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীর নয়া পল্টনে বিএন‌পির কে‌ন্দ্রীয় কার্যাল‌য়ে দলের অঙ্গ সংগঠন কৃষক দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুলের উত্থাপিত সুপারিশগুলোর মধ্যে বলা হয়েছে-
১. হাওড় রক্ষা বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে।
২. এই দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে।
৩. বছর বছর বাঁধ নির্মাণ না করে সিমেন্ট ও বালু দিয়ে তৈরিকৃত ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হ‌বে।
৪. ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা সুদে বিশেষ ঋণের ব্যবস্থা।
৫. ঋণগ্রস্ত কৃষকের ঋণের সুদ মওকুফ এবং স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত ঋণের কিস্তি নেওয়া বন্ধ।
৬. হাওর অঞ্চলে শস্য বিমা চালু করতে হবে।
৭. হাওর অঞ্চলের কৃষকের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য গণমুখী কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
৮. দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

উল্লে‌খিত, সুপারিশ তুলে ধরার পাশাপা‌শি বিএনপির মহাসচিব বলেন, ‘চলতি বছরে সুনামগঞ্জ জেলায় বাঁধ নির্মাণে সরকারি বরাদ্দ ছিলো ১২২ কোটি টাকা এবং গত ৫ বছরে এই টাকার পরিমাণ ছিলো ৬২১ কোটি টাকা, যা বাঁধ রক্ষায় তেমন কোনো কাজে আসেনি। বরং এই বরাদ্দকৃত টাকা ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে।’

তি‌নি ব‌লেন, ‘প্রতি বছর এভাবে বাঁধ নির্মাণের নামে হাওর এলাকায় সরকারি অর্থ লুটের মহোৎসব চলে। এর ফলে কৃষকরা হয় সর্বশান্ত, অপরদিকে সরকারি দলের লোকজন ও তাদের আত্মীয়-স্বজনরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়।’
সংবাদ স‌ম্মেল‌নে কৃষকদ‌লের সভাপ‌তি কৃ‌ষি‌বিদ হাসান জা‌ভেদ, সহ সভাপ‌তি গৌতম চক্রবর্তী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীনন চৌধুরী উপস্থিত ছিলেন।

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়