ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বন্যাদুর্গতদের ত্রাণ দিলেন কোস্ট গার্ডের ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৬ জুন ২০২২  
বন্যাদুর্গতদের ত্রাণ দিলেন কোস্ট গার্ডের ডিজি

সুনামগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।

রোববার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জে পানিবন্দিদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছে কোস্ট গার্ড। রোববার সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও মহামারিসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত আছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়