ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতের নতুন রাষ্ট্রপতিকে রওশনের অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২৫ জুলাই ২০২২   আপডেট: ১৭:৫৩, ২৫ জুলাই ২০২২
ভারতের নতুন রাষ্ট্রপতিকে রওশনের অভিনন্দন

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

সোমবার (২৫ জুলাই) এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আর্থিক অগ্রগতিই এখন দুই দেশের লক্ষ্য। আর এই আর্থিক অগ্রগতিই দুই বন্ধু দেশের সাধারণ মানুষের উন্নয়নকে তরান্বিত করবে। ভারত ও বাংলাদেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্ক উন্নয়নে দুই দেশ কাজ করে যাবে। সেই লক্ষ্যেই ভারতের নতুন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

বিরোধীদলীয় নেতা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সমর্থন এবং মাতৃভূমির মুক্তির জন্য ভারতীয় সেনাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী নারী দৌপদীর মেয়াদকালে তার সাফল্য কামনা করেন বিরোধীদলীয় নেতা।

/নঈমুদ্দীন/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়