ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্বাচন এলেই সাম্প্রদায়িক হামলা চালায় আ.লীগ: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ জুলাই ২০২২  
নির্বাচন এলেই সাম্প্রদায়িক হামলা চালায় আ.লীগ: ফখরুল

রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনের সময় ঘনিয়ে আসলেই আওয়ামী লীগ দেশজুড়ে সাম্প্রদায়িক হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘সারা দেশের মানুষ বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশনও বলছে, রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না হলে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই, এসব দাবিকে অন্য দিকে মোড় ঘোরাতে বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা আওয়ামী লীগের এক ধরনের অপকৌশল।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরেুল বলেন, ‘গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এজন্যই এ ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে সরকার। গণতন্ত্র নেই বলে মানুষের অধিকার রক্ষা করা যাচ্ছে না। যা খুশি লুটপাট করে নিয়ে যাচ্ছে। লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাটের কারণও তাই। এ কারণেই সর্বক্ষেত্রে ডাইভারশন করে আসল জায়গাগুলো থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

বুধবার প্রকাশিত জনশুমারির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেখানে আমরা হিসাব করি ১৮ কোটি মানুষ, সেখানে দেখানো হয়েছে ১৬ কোটি। এমনকি তারা নিজেরাই স্বীকার করেছে, জনশুমারির এসব তথ্য সঠিক হয়নি। বাড়ি বাড়ি তারা যায়নি।’

যেসব সম্প্রদায়ে মানুষের সংখ্যা কম, স্বাধীনতার পর থেকেই সেগুলোর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘তাদের জমি দখল করে নেওয়া হয়েছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা মনে করি, গণতন্ত্রের অভাবে এই সাম্প্রদায়িক সন্ত্রাস-হামলা করা হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের দেশ থেকে তাড়িয়ে তাদের সম্পদ লুট করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা বাড়ে। দেখা যায়, তাদের লোকেরাই সাম্প্রদায়িক হামলাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থাকে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন—বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

মেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়