ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরকার ভদ্র হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১২ আগস্ট ২০২২   আপডেট: ১৬:০৮, ১২ আগস্ট ২০২২
সরকার ভদ্র হয়েছে: মির্জা ফখরুল

জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার এখন ভদ্র হয়ে গেছে। আন্তর্জাতিক চাপে তারা এখন দেখাতে চায়, বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাসী। এটা এক ধরনের প্রতারণা।’

শুক্রবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, বিদ্যুৎ বিপর্যয় ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ, নিজেদের সভ্য দেখাচ্ছে। তারা দেখাচ্ছে, গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ দিচ্ছে। গতকাল আমাদের সমাবেশে বাধা দেয়নি, আজকেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারছি। এটাও একটা প্রতারণা। নতুন করে পাঁয়তারা শুরু করেছে, ক্ষমতায় আসতে যেকোনো ধরনের নির্বাচন দেবে।’

মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে, দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের কী অবস্থা, এখন নতুন করে বলার দরকার নেই। রাস্তায় বাসের যাত্রীদের জিজ্ঞেস করুন, কত টাকা বাসভাড়া বাড়িয়েছে? রিকশাচালক, কৃষক, শিক্ষক সবাই কষ্টে আছে। সবচেয়ে বেশি কষ্টে আছে মধ্যবিত্ত, যারা সইতে পারছেন না। দেশে সুনামি সৃষ্টি হবে, সেই সুনামিতে এ সরকার বিদায় নেবে।’

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কত সুন্দর করে বলছে, ইভিএম মেশিন চায় তারা ৩০০ আসনে। কারণ তারা জানে, ইভিএম ছাড়া জেতার উপায় নেই। ইভিএমে ভোট দেবেন ধানের শীষে, পড়বে গিয়ে নৌকায়।’

দেশের বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়েছে, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এত টাকা পাচার হলেও কোনো বিচার নেই।’

বিএফইউজের একাংশের সাবেক সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, কামালউদ্দিন সবুজ, এবিএম আবদুল্লাহ, অধ্যক্ষ সেলিম ভূইয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. তাজ মেরী, ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়