ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া উচিৎ: ববি হাজ্জাজ

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১৩ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৩৫, ১৩ আগস্ট ২০২২
পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া উচিৎ: ববি হাজ্জাজ

ফাইল ছবি

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ ব‌লে‌ছেন, পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া উচিৎ। কারণ তি‌নি বাংলাদেশের মানুষ ‘বেহেশতে’ আছে এমন বক্তব্য দি‌য়ে‌ছেন। এই বক্তব্যের পর থে‌কে মুসলমানদের নিকট সবচেয়ে আরাধ্য চিরস্থায়ী বসবাসের স্থানকে নিয়ে নানা মাধ্যমে হাস্যরস সৃষ্টি হ‌য়ে‌ছে। যা ধর্ম অবমাননার শা‌মিল।

শনিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তি‌নি এ দা‌বি ক‌রেন।

ববি হাজ্জাজ বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র লোডশেডিং আর জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির ফলে দেশের মানুষ যখন দিশেহারা; তখন পররাষ্ট্রমন্ত্রী জাতির সাথে স্থূল রসিকতার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যার সময়ও তিনি স্থানীয় জনগণের পাশে ছিলেন না। সরকারের মন্ত্রীরা জনগণের পালস বুঝতে পারছেন না বিধায় এখন অযাচিত মন্তব্য করছেন। পররাষ্ট্রমন্ত্রী তার নিজ মন্ত্রণালয়ের কাজেও সাফল্য দেখাতে পারেননি। কূটনৈতিক ক্ষেত্রে নতজানু বক্তব্য প্রদান করে তিনি ইতোপূর্বে সমালোচিত হয়েছেন। আমরা তার এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। 

নঈমুদ্দীন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ