ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘আহ‌লে সুন্না‌ত’ চেয়ারম্যানের ওপর হামলাকারী‌দের শাস্তি দা‌বি

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১৩ আগস্ট ২০২২  
‘আহ‌লে সুন্না‌ত’ চেয়ারম্যানের ওপর হামলাকারী‌দের শাস্তি দা‌বি

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফীর ওপর হামলার প্রতিবাদ জানি‌য়ে‌ছেন সংগঠন‌টির নেতারা। তারা হামলাকারী সন্ত্রাসী‌দের দ্রুত গ্রেপ্তার ক‌রে শা‌স্তির দা‌বি জা‌নি‌য়ে‌ছেন।

শ‌নিবার (১৩ আগস্ট) আহ‌লে সুন্না‌তের দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতারা এ দাবি জানান।

তারা ব‌লেন, প্রবীণ এ আলেমেদ্বীনের ওপর হামলা প্রচেষ্টা এজিদী নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ। চন্দনাই‌শের মুহম্মদপুর এলাকায় মাহফিল চলাকালে প্রকাশ্যে স্লোগান দিয়ে এ ধরনের কর্মকাণ্ড দালিলিক প্রমাণের বিপরীতে এজিদী চেতনার  লালিত কর্ম ও আদর্শের প্রতিচ্ছবি। যারা এ ঘৃণ্য কাজ করেছে তারা কখনও সুন্নিদের বন্ধু হতে পারে না। তারা দেশ ও জাতির শত্রু। 

নেতৃবৃন্দ তার ওপর উত্তেজিত হয়ে হামলায় এগিয়ে আসার পেছনে দুরভিসন্ধি আছে কিনা তাও খতিয়ে দেখার দা‌বি ক‌রেন।

বিবৃ‌তি‌তে স্বাক্ষর ক‌রেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, মুহাদ্দিস আল্লামা হাফেজ সোলাইমান আনছারী, সিরাজুল আমিন রেজভী, মহাসচিব সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সচিব অধ্যক্ষ মুহাম্মদ ঈসমাইল নোমানী, অর্থ সচিব এডভোকেট সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী প্রমুখ।

নঈমুদ্দীন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়