ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপি ক্ষমতায় গে‌লে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট: রুমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৪ সেপ্টেম্বর ২০২২  
বিএনপি ক্ষমতায় গে‌লে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট: রুমিন

রুমিন ফারহানা (ফাইল ফটো)

বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এক কক্ষ বিশিষ্ট সংসদ বাদ দি‌য়ে দুই কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর একটি হোটেলে বিএনপির মিডিয়া সেল আয়োজিত 'জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএন‌পির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান এ তথ্য জানিয়েছেন।

মত‌বি‌নিময় সভায় রুমিন ফারহানা বলেন, ‘রাজপ‌থে আন্দোলনরত বিএন‌পির নেতাকর্মী‌দের ওপর সরকারের এত অত্যাচারের পরও বিএনপি নেতাকর্মীরা মাঠ ছা‌ড়ে‌নি, তারা মাঠেই আছে। প্রতিটি প্রোগ্রামে হাজার হাজার মানুষ যোগ দি‌চ্ছে। রাস্তা থে‌কে পুলিশ সরিয়ে নিলে আওয়ামী লীগ কতক্ষণ রাজপথে থাকতে পারবে, সেটিই বড় প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করতে হচ্ছে বিএনপিকে। এটিই বিএনপির জন্য বড় ধর‌নের চ্যালেঞ্জ ব‌লে ম‌নে ক‌রি।’

অনুষ্ঠানে বিনপির নেতাকর্মীসহ, শিক্ষক, চি‌কিৎসক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়