ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করবে বিএনপি: ফখরুল

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৬ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:৩৩, ৬ অক্টোবর ২০২২
তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করবে বিএনপি: ফখরুল

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ও এনপিপির সঙ্গে বৈঠক হয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৯৬ সালের সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করবে বিএনপি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ও এনপিপির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব  কথা বলেন।

বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান ইরান সংলাপে নেতৃত্ব দেন।

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ বিভিন্ন বিষয়ে আজকের সংলাপে আলোচনা হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐক‌্যমত হয়েছে। সংসদ বিলুপ্ত করে নতুন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। দাবিগুলো চূড়ান্ত করে শিগগির যুগপৎ আন্দোলন শুরু করা হবে। তখন জাতির সামনে সব রূপরেখা নিয়ে আসা হবে।

ঢাকা/মেসবাহ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়