ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে সরকার বলছে, খেলা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২৩ নভেম্বর ২০২২  
‘দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে সরকার বলছে, খেলা হবে’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘বার বার দ্রব্যমূল্য বাড়িয়ে, রিজার্ভ শূন্য করে, দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে সরকার বলছে, খেলা হবে। তাদের এই সর্বনাশা মরণখেলা থেকে জাতিকে রক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে কোনো স্বৈরশাসকই জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের সামনে টিকতে পারেনি।’

বুধবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব চত্বরে এবি পার্টির যুব শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বর্তমান গণবিরোধী সরকার বার বার মিথ্যা তথ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তাদের লুটপাট ও অপশাসনের কারণে সোনার বাংলা আজ শ্মশান হওয়ার অপেক্ষায়।’

এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হক।

মন্জু বলেন, ‘জঙ্গি ক্যাডাররা যেমন পুলিশের  চোখে পিপার স্প্রে মেরে আসামি ছিনতাই করে নিয়ে গেছে, তেমনই গত ১৫ বছর ধরে সরকার ভুয়া উন্নয়নের স্প্রে মেরে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে কারও ডাক বা আহ্বানের পরোয়া না করে সময়মতো সবাইকে একযোগে রাজপথে নেমে এসে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।’

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের স্বৈরশাসক রবার্ট মুগাবের পদাঙ্ক অনুসরণ করছেন। মুগাবে যেভাবে জিম্বাবুয়ের অর্থনীতিকে লুটেরাদের হাতে দিয়েছিল, তেমনই আজ আওয়ামী লীগ সরকার লুটেরাদের দিয়ে দেশকে ফকির করে ছেড়েছে।’

বিএম নাজমূল হক বলেন, ‘জ্বালানি সংকটে আজ রপ্তানিমুখী শিল্প ধ্বংসের মুখে। গার্মেন্টসগুলো পর্যাপ্ত প্রোডাকশন দিতে পারছে না। অন্য শিল্পপ্রতিষ্ঠানগুলো খুঁড়িয়ে চলছে। সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ করুন, দেশকে সচল রাখুন। নইলে জনগণ সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নেবে, ইনশাআল্লাহ।’

আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, গাজী নাসির, যুবনেতা মোস্তাক আহমেদ, মিনহাজুল আবেদীন শরীফ, আব্দুল হালিম খোকন, সফিউল বাসার, অ্যাডভোকেট আলী নাসের খান, তফাজ্জল হোসেন রমিজ, শেখ লুৎফর রহমান, কেফায়েত হোসেন তানভীর, ছাত্রনেতা মো. প্রিন্স, ফেরদৌসী আক্তার অপি, হাদিউজ্জামানসহ এবি পার্টি ও যুব পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন, বিজয়নগর, কাকরাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় নগর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়