ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ: এ্যানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৬ ডিসেম্বর ২০২২  
সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ: এ্যানি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা ১০ ডিসেম্বরে ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চাইনি। আমরা সাফ জানিয়ে দিয়েছি, সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। আমরা সেখানে কোনো প্রোগ্রাম করবো না।’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক বলেন, ‘আমরা দায়িত্ব নিয়ে বারবার বলেছি, অতীতে বিএনপি অফিসের সামনে অনেক প্রোগ্রাম হয়েছে। মহাসমাবেশ হয়েছে। কোনো ঝামেলা হয়নি, এবারও হবে না। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।’

‘ডিএমপি কমিশনার বলেছেন, রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না’ এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই রাজনীতিক বলেন, ‘ডিএমপির অনুরোধে আমরা পরবর্তীতে বিকল্প ভেন্যু হিসেবে বিএনপি অফিসের পাশে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে যে স্থানটি রয়েছে, সেখানে সমাবেশ করার কথা বলেছি। এর আশেপাশে মাঠও আছে। আমরা তাদের কাছে সহযোগিতা কামনা করেছি।’

আরামবাগে অনুমতি না পাওয়া গেলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা তো রাজপথের লোক। সড়ক ছাড়া কোথায় করব? আমরা রাজপথটাকে বেছে নিয়েছি। আমাদেরকে তারা রাজপথে প্রোগ্রাম করতে দিতে বাধ্য হবে। যদি তা না করেন, তাহলে দায়-দায়িত্ব তাদের উপরে বর্তায়। দায় তাদেরকেই নিতে হবে। নয়াপল্টন এরিয়াতেই আমাদের থাকতে হবে।’ 

মেয়া/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়