ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বন্ধুত্ব নষ্ট করবেন না: বিদেশি কূটনীতিকদের কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:২৫, ৯ ডিসেম্বর ২০২২
বন্ধুত্ব নষ্ট করবেন না: বিদেশি কূটনীতিকদের কাদের

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করে ‘বন্ধুত্ব  নষ্ট না করতে’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশ্বর্বতী নির্বাচনী অফিসে দলের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সভায় তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘কারো ফরমায়েশ, কারো হস্তক্ষেপ শেখ হাসিনা মানবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। বন্ধুত্বটা নষ্ট করবেন না। আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে; পঁচাত্তরের, একাত্তরের। তারপরও আমরা বন্ধুত্ব চাই। কিন্তু এভাবে করলে বন্ধুত্বে ফাটল ধরবে।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কংগ্রেস আক্রান্ত হয়েছে। ন্যান্সি পোলেসি কিভাবে লুকিয়ে ছিলেন? সে দৃশ্য আমরা দেখেছি। এই যে বড় বড় কথা বলেন, দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, বন্ধুত্বটা নষ্ট করবেন না।’

কাদের বলেন, ‘যুক্তরাজ্যে কয়বার প্রধানমন্ত্রী পরিবর্তন হল ? আমরা তো সে তুলনায় অনেক ভাল আছি। যে কারো ইনটারফেয়ার করার দরকার নেই। আপনাদের এতো কিছু হচ্ছে, আমরা তো ইন্টারফেয়ার করি না।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম, অ্যামবাসেডর মো. জমির, আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হীরু, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য তানভীর শাকিল জয়।  

 


 

পারভেজ/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়