ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

চাঁদাবাজিসহ সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৪
চাঁদাবাজিসহ সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

ওবায়দুল ইসলাম সৈকত

চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫-২০ জনসহ উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। তারা সেখান থেকে নগদ ৬০ হাজার টাকা লুট করে এবং প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্চিত করে।

উক্ত অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে বহিষ্কার করে এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাদী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কলাবাগান থানার অফিসার ইনচার্জ বরাবর এজাহার দায়ের করে মামলা করেন।

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়