ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়া অসুস্থ

হাসপাতালে ভিড় না করতে ফখরুলের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৯ নভেম্বর ২০২৫  
হাসপাতালে ভিড় না করতে ফখরুলের অনুরোধ

খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে কাউকে হাসপাতালের সামনে ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ৫৫-তম বিজয় দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনের শুরুতে এই অনুরোধ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার (২৩ নভেম্বর) বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন। বিএনপির অনেকে নেতাকর্মীও হাসপাতালের সামনে ভিড় করছেন।

তবে হাসপাতালে গিয়ে ভিড় সৃষ্টি না করার জন্য অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ উদ্বিগ্ন। অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তাদের সেখানে চিকিৎসা কার্যক্রম চালাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমি সবার প্রতি অনুরোধ জানাতে চাই যে, আপনারা কেউ হাসপাতালে ভিড় করবেন না।”

বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত আপডেট সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়