RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

কত আয় করল শাহরুখ-আনুশকার সিনেমা?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল শাহরুখ-আনুশকার সিনেমা?

জব হ্যারি মেট সেজাল সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক : শাহরুখ খান ও আনুশকা শর্মা জুটির তৃতীয় সিনেমা জব হ্যারি মেট সেজাল। গত কয়েকদিন সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন এ জুটি। পর্দায় ফের তাদের রসায়ন দেখার জন্য অধির আগ্রহে ছিলেন ভক্তরা। ৪ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। 

মুক্তির আগে থেকেই দর্শকের আগ্রহে ছিল জব হ্যারি মেট সেজাল। ৩ হাজারের বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তাই বক্স অফিস বিশ্লেষকদের ধারণা ছিল, প্রথমদিনে অন্তত ২০ কোটি রুপি আয় করবে এটি।

কিন্তু বক্স অফিস ইন্ডিয়ার দেওয়া তথ্যমতে, প্রথমদিনে ১৫.৫০ কোটি রুপি আয় করেছে ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমাটি। যা সাম্প্রতিক সময়ে শাহরুখের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর চেয়ে কম। তবে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথমদিনের আয়ের দিক থেকে শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে এটি।

জব হ্যারি মেট সেজাল সিনেমার প্রথম দিনের আয়ের বেশির ভাগই এসেছে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে থেকে। অন্য অঞ্চলগুলোতে খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি। অন্যদিকে দর্শকের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে শাহরুখ-আনুশকা অভিনীত এ সিনেমাটি। কেউ সিনেমাটি পছন্দ করেছেন, কেউ করেননি। সমালোচকদের কাছ থেকেও সিনেমাটির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়