ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডা. নজরুলের ‘ফ্রি ওষুধ’ সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৮ আগস্ট ২০২০   আপডেট: ০৬:৩৫, ২৯ আগস্ট ২০২০
ডা. নজরুলের ‘ফ্রি ওষুধ’ সেবা

ডা. অধ্যাপক নজরুল ইসলাম (ফাইল ছবি)

দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই।  এমন পরিস্থিতিতে অনেকেই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।  এসব মানুষের কথা বিবেচনা করে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ পৌঁছে দিচ্ছেন ডা. অধ্যাপক নজরুল ইসলাম।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই চিকিৎসক এ পর্যন্ত ১৮৮ জন রোগীকে ওষুধ পৌঁছে দিয়েছেন বলে দাবি করেছেন। একইসঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় ২৫০ জন রোগী শুধু চিকিৎসাপত্র নিয়েছেন।

ডা. নজরুল বলেন, ‘কেউ কেউ নিজেরাই ওষুধ নিতে চাননি। আর ঢাকার বাইরের রোগীদেরকেও ওষুধ পৌঁছাতে পারিনি। তাদেরকেও শুধু চিকিৎসাপত্র দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে যে যার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করছে।  আমাদের এ কাজের মাধ্যমে অল্প কিছু মানুষও যদি উপকৃত হয় সে চেষ্টা করে যাচ্ছি।’

তার এই উদ্যোগের সঙ্গে রয়েছেন হাসপাতালের অধ্যাপক খাজা সাজেদ আনোয়ার, ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরী এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ডা. এ এস এম রাফি।

বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ০১৭১২১৫৬৩২৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

ঢাকা/পারভেজ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়