ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পায়রার ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ০৬:৩৫, ২৯ আগস্ট ২০২০
পায়রার ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ  পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়।

প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি কলাপাড়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে জেলা সদর হয়ে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।

এ মাসের মধ্যে বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে কর্মকর্তারা মনে করছেন।

বিদ্যুৎ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী জর্জিস তালুকদার জানান, দ্বিতীয় ইউনিটের ১২০ মেগাওয়াট যুক্ত হওয়ার মধ্য দিয়ে মোট ৭৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো। এ মাসের মধ্যে এ কেন্দ্রের বাকি ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে। 

ইমরান/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়