ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইফতার নিয়ে অসহায়দের দ্বারে দ্বারে ‘তারুণ্য শক্তি’ 

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৩৯, ১৭ এপ্রিল ২০২১
ইফতার নিয়ে অসহায়দের দ্বারে দ্বারে ‘তারুণ্য শক্তি’ 

লকডাউনে কর্মহীন রোজাদার মানুষের দ্বারে দ্বারে ইফতার হাতে নিয়ে ঘুরছেন দিনাজপুরের হিলি ‘তারুণ্য শক্তি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অসহায় হতদরিদ্র রোজাদারদের ইফতারি জোগান দিয়ে আসছে এই ১০৭ সদস্যের সংগঠনটি।

হিলির সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষণা দিয়েছেন সর্বাত্মক লকডাউন। আর এই লকডাউনে বেশি বিপাকে পড়ছেন সাধারণ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। লকডাউনের শুরুতে আবার পবিত্র মাহে রমজানও শুরু হয়েছে। রমজানের প্রথম দিন থেকে তারা প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোজাদারকে ইফতার দিয়ে আসছেন। 

প্রথম ধাপের করোনাভাইরাসের সময়ও তারা বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন অসহায় মানুষের কাছে। হ্যান্ড মাইক দিয়ে করোনার প্রচার ও প্রচারণা করে এসেছে এই দলটি।

তারুণ্য শক্তির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জয় রাইজিংবিডিকে বলেন, ‘প্রাণঘাতী করোনাকে মোকাবিলা করতে আমরা কাজ করে আসছি এবং শেষ পর্যন্ত করে যাবো। আমাদের সব সদস্যই মানুষের সেবায় নিয়োজিত।’ 

সংগঠনের সভাপতি তানভীর রেজা তনময় বলেন, ‘আমরা করোনার প্রথম ধাপ থেকে কাজ করে যাচ্ছি। দ্বিতীয় ধাপে করোনা সম্পর্কে আমরা প্রচার কাজ করছি। পাশাপাশি লকডাউনে অনেক গরীব মানুষ ঠিকমতো কাজ করতে পারছেন না। এইসব অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ইফতার দিয়ে আসছি। প্রথম দিন আমরা হিলি সীমান্তের বালুচর এলাকায় ৫০ ঘরে ইফতার দিয়েছি। দ্বিতীয় দিনে মহিলা কলেজপাড়া, তৃতীয় দিনে হিলি শহরের মাঠপাড়া। এভাবে আমরা রমজান মাসে পুরো উপজেলায় গরীব অসহায় মানুষের মধ্যে ইফতার পৌঁছে দেবো।’

এবিষয়ে হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন বলেন, ‘হিলির তারুণ্য শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন একটি সময়োপযোগী সংগঠন। মহামারি করোনা প্রতিরোধে হিলিবাসীর জন্য অনেক অবদান রেখেছেন তারা। তারুণ্য শক্তিকে আমি সাধুবাদ জানাই। তাদের মতো যদি সবাই নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করেন, তাহলে কারো কোনো অভাব হবে না। করোনাকে প্রতিহত করতে আমরা পারবো।’

তিনি আরও বলেন, ‘তারুণ্য শক্তি স্বেচ্ছাসেবী সংগঠনটি এর আগেও অনেক মানুষের কল্যাণে কাজ করে আসছে, বর্তমানেও করছে। আমি তাদের পাশে আছি এবং থাকবো।’

দিনাজপুর/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়