ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১০ জুলাই ২০২১   আপডেট: ১৬:২০, ১০ জুলাই ২০২১
গোপালগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু 

গোপালগঞ্জে করোনা পজেটিভ রোগীদের বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।

এসময় বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপি ও হ্যান্ড-স্যানিটাইজার দেওয়া হয়।

শুক্রবার (৯ জুলাই) গোপালগঞ্জ পুলিশ লাইনসে্র সম্মেলন কক্ষে জরইর অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

পরে বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের পক্ষে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার এ এস এম শহিদুল ইসলাম ৬টি অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপি ও হ্যান্ড-স্যানিটাইজার তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম ও ওসি মো: মনিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। 

এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জানিয়েছেন, ফাউন্ডেশনের এ সহযোগিতা দিয়ে বড় আকারে না হলেও ছোট্ট পরিসরে শুরু হয়েছে অক্সিজেন সেবা। পুলিশ লাইনসে্র আশপাশের মুমূর্ষু করোনা পজেটিভ রোগীর জন্য প্রয়োজনে জরুরি অক্সিজেন সেবা নিতে পারবেন। 

বাদল সাহা/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়