ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেলো ৪০ পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৫ আগস্ট ২০২১   আপডেট: ১৬:০৪, ৫ আগস্ট ২০২১
৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেলো ৪০ পরিবার

বিজয়নগরে ৩৩৩ নম্বরে কল পেয়ে অসহায় ৪০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিলো উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত উপজেলা ভবনের সামনে আবেদনকারীদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি মসুরের ডাল, বড় সাবান ২টি ও মাস্ক।

কে.এম ইয়াসির আরাফাত জানান, ৩৩৩-এ কল দিয়ে আবেদন করে ৪০টি পরিবার, তাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলি, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শাহানূর জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা আফরিন, উপজেলার ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মান্না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

মাইনুদ্দীন/মাহি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়