ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় বকনা বাছুর পেলেন জেলেরা 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২৮ এপ্রিল ২০২২  
খুলনায় বকনা বাছুর পেলেন জেলেরা 

প্রজনন মৌসুমে ইলিশ শিকার না করায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে মৎস্যজীবীদের মাঝে বিনামূল্যে গরুর বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১০জন মৎস্যজীবীকে ১০টি বাছুর দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ মো. আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আালী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না। 

এ ছাড়া, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সামাদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা  প্রকল্প কর্মকর্তা মো. আনিচুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, তেরোখাদা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিপংকর পাল।

নূরুজ্জামান/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়