ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমলকির গ্রাম’ 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২০ আগস্ট ২০২২   আপডেট: ১২:২৬, ২০ আগস্ট ২০২২
‘আমলকির গ্রাম’ 

হাবুল্লা গ্রামের প্রতিটি বাড়িতে লাগানো হয়েছে আমলকি গাছের চারা

যশোরের বাঘারপাড়ার হাবুল্লা গ্রামকে ‘আমলকি গ্রামে’ রূপান্তরের উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব অব যশোর। এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) গ্রামের সাড়ে ৪০০ বাড়িতে একটি করে আমলকি গাছের চারা রোপণ করা হয়। 

সংশ্লিষ্টরা বলছেন, তারা যশোরের এই গ্রামকে পরিচিত করে তুলতে চান। একই সঙ্গে গ্রামের মানুষকে ভেষজ ঔষধ ও অর্গানিক খাদ্য উৎপাদন ও গ্রহণে উদ্বুদ্ধ করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। 

শুক্রবার হাবুল্লা গ্রামে গিয়ে দেখা যায়, রোটারী ক্লাব অব যশোরের সদস্যদের কেউ শাবল, কেউবা কোদাল নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন। বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে তাদের পছন্দ অনুযায়ী স্থানে ভ্যান থেকে চারা এনে আমলকির গাছ রোপণ করছেন। এভাবেই সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামটিতে সাড়ে ৪০০ বাড়িতে আমলকি গাছ রোপণ করেছেন রোটারী ক্লাবের সদস্যরা। 

২০ থেকে ২৫ জনের তরুণ এই দলের নেতৃত্ব দেন রোটারী ক্লাব যশোরের প্রেসিডেন্ট আক্তারুজ্জামান। 

আক্তারুজ্জামান বলেন, ‘এ বছর রোটারী ক্লাব অব যশোর তার ৫০ তম বর্ষপূতি উৎসব পালন করবে। এই উৎসব উপলক্ষে গ্রামে গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমানে প্রত্যেকটি বাড়িকে পুষ্টির ভান্ডার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এ লক্ষ্যে ঔষধি বৃক্ষের ওপর জোর দেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সবচেয়ে যে ফলে ভিটামিন ‘সি’ রয়েছে সেটা হলো আমলকি। তারই অংশ হিসাবে হাবুল্লা গ্রামের প্রতিটি বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে আমলকি গাছ লাগানো হচ্ছে। আর এর মাধ্যমে গ্রামটিকেত আমলকি গ্রামে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকেই যদি নিজ নিজ গ্রামকে এভাবে আমলকি বা অন্য কোনো ফলের গ্রামে রূপান্তরের উদ্যোগ নেয় তাহলে সেই গ্রামটা পুষ্টির ভান্ডার হিসেবে গড়ে উঠবে।’

দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘রোটারী ক্লাব অব যশোরকে প্রথমেই ধন্যবাদ জানাই। তাদের এই কাজ অবশ্যই প্রশংসিত। প্রতিটি বাড়িতে আমলকি গাছ রোপণের মধ্যে দিয়ে হাবুল্লা গ্রামকে ‘আমলকি গ্রামে’ ঘোষণা করা হয়েছে। গাছগুলো আমরা রক্ষণাবেক্ষণ করে বড় করবো। আমলকি গাছ এই গ্রামের পরিবেশ যেমন রক্ষ করবে তেমনি এই গ্রামের ভিটামিন ‘সি’র অভাব দূর করবে বলে আমি মনে করি।’

স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘আমরা দিন দিন এন্টিবায়োটিকসহ উচ্চ মাত্রার ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। একই সঙ্গে ফসল উৎপাদনে রাসায়নিকের উপর নির্ভরশীল হয়ে পড়ায় খাদ্যের গুণগন মান ও পুষ্টি কিছুই থাকছে না। সুন্দর স্বাভাবিক জীবনযাপনে ভেষজ ওষুধ, এবং অর্গানিক খাদ্য উৎপাদন ও গ্রহণের বিকল্প নেই। রোটারী ক্লাব অব যশোর সমাজের জন্য যে ভূমিকা রেখেছে সেটা অবশ্যই প্রশংসিত।’ 

তিনি আরো বলেন, ‘প্রতিটি বাড়িতেই আমলকি গাছ লাগানের মধ্যে দিয়ে আমাদের গ্রামটি আমলকি গ্রামে পরিণত হলো।’ 

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব যশোরের সেক্রেটারি সেলিম রেজা বাবুল, প্রেসিডেন্ট ইলেক্ট মেহেদী হাসান, সাবেক প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালেদ, রোটারিয়ান আমিনুর রহমান প্রমুখ।

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়