ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার আরো কিছু নতুন উপসর্গ

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:২১, ৩ সেপ্টেম্বর ২০২০
করোনার আরো কিছু নতুন উপসর্গ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোতে ব্যাপক পরিবর্তন ঘটছে। যতদিন যাচ্ছে ভাইরাসটি সংক্রমণের সাধারণ লক্ষণগুলো সম্পর্কে আরো বেশি তথ্য সামনে আসছে।

বডি পলিটিক কোভিড-১৯ নামক একটি গ্রুপে গত কয়েক মাস ধরে করোনা রোগীরা তাদের উপসর্গ নিয়ে আলোচনা করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে গ্রুপটি সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে, এতে অংশগ্রহণ করেন ৬৪০ জন। সমীক্ষায় কোভিড-১৯ রোগী বা সম্ভাব্য রোগীরা কি ধরনের উপসর্গ অনুভব করেছেন তা জানিয়েছেন। 

সমীক্ষার ফলাফলে করোনার বেশ কিছু নতুন উপসর্গসহ মোট ৫০টি সাধারণ উপসর্গ উঠে এসেছে। জেনে নিন করোনার এসব সাধারণ উপসর্গগুলো।

১. ক্লান্তি: ৯৮.৪ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২. বুকে চাপ বোধ: ৮৭.১ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩. শ্বাস-প্রশ্বাস ব্যাহত বা শ্বাসকষ্ট: ৮৫.৩ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪. মাথাব্যথা: ৮৪.০ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৫. শরীর ব্যথা: ৮৩.৫ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৬. শরীর ঠান্ডা হয়ে যাওয়া কিংবা ঘাম হওয়া: ৭৬.২ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৭. গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা: ৭৪.৬ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৮. শুষ্ক কাশি: ৭২.৭ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৯. জ্বর (৯৮.৮ থেকে ১০০ ডিগ্রি): ৭২.৪ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

১০. গলাব্যথা: ৬৯.৬ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

১১. ব্রেইন ফগ (চিন্তায় অস্পষ্টতা) বা মনোনিবেশ করতে সমস্যা: ৬৮.৮ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

১২. উদ্বেগ বা উৎকন্ঠা: ৬৮.৭ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

১৩. ঘুমে সমস্যা: ৬৬.৩ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

১৪. খাবারে অরুচি: ৬৩.৮ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

১৫. বুকজ্বালা: ৬১.৬ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

১৬. মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা: ৬০.৮ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

১৯. পালস বা হার্ট রেট অনেক দ্রুত হওয়া: ৫৬.৭ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২০. বমি বমি ভাব: ৫২.২ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২১. ১০০.১ ডিগ্রির উপরে জ্বর: ৪৮.০ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২২. ঘ্রাণশক্তি হ্রাস: ৪২.৯ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২৩. সাইনাসের ব্যথা: ৩৯.৫ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২৪. স্বাদহীনতা: ৩৯.২ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২৫. কফসহ কাশি: ৩৮.৬ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২৬. হাঁচি: ৩৭.৫ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২৭. পোস্ট নাসাল ড্রিপ (যাদের সব সময় সর্দি লেগে থাকে, তাদের নাকের পেছন দিকে ইরিটেশন হয় বলে কাশি হতে পারে, একে বলে পোস্ট নাসাল ড্রিপ): ৩৬.৪ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২৮. অনবরত কাশি: ৩৫.৬ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

২৯. শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সমস্যা: ৩৫.০ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩০. প্রবল তৃষ্ণা: ৩৪.০ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩১. কানব্যথা: ৩২.৮ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩২. চোখের ক্লান্তি: ২৯.৯ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩৩. হুইজিং (বুকের মধ্যে বাঁশির মতো শব্দ হওয়া): ২৯.৩ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩৪. শরীর কাপুনি: ২৯.৩ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩৫. হ্যালুসিনেশন বা হালকা ঘুম: ২৮.৮ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩৬. স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস: ২৬.৫ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩৭. শুষ্ক ত্বক: ২৬.২ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩৮. আলো সংবেদনশীলতা: ২৬.০ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৩৯. ভার্টিগো (এক ধরনের মাথা ঘোরা অনুভূতি। মাথা ঝিমঝিম করে বা মনে হয় চারপাশের সবকিছু ঘুরছে): ২৫.১ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪০. সংবেদনশীল ত্বক অথবা অস্বস্তিকর অনুভুতি: ২৪.০ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪১. খাদ্যনালীতে জ্বালাপোড়া: ২২.১ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪২. অক্সিজেনের নিম্নমাত্রা: ১৮.৫ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪৩. ত্বকে র‌্যাশ: ১৭.৯ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪৪. হাত কাঁপা: ১৭.৭ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪৫. নিঃশ্বাস ফেলার সময় বুকে শব্দ: ১৫.০ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪৬. লাল চোখ: ১১.৮ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪৭. মূত্র সমস্যা: ১১.৪ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪৮. সিস্টিক ব্রণ: ১০.৩ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৪৯. বমি: ১০.২ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন।

৫০. কাশির সঙ্গে রক্ত: ৪.৪ শতাংশ রোগী এই লক্ষণ অনুভব করেছেন। 

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়