ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বগুড়ায় দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

বগুড়া প্রতি‌নিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৬ এপ্রিল ২০২১  
বগুড়ায় দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

করোনাভাইরাস সংক্রমণরোধে সারা দেশে লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ এপ্রিল) দোকান খোলা রাখার দাবিতে বগুড়ার ইলেকট্রিক ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। 

মঙ্গলবার বেলা ১১টায় জেলাশহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে ব‌্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের মধ্যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানান।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, রমজান ও ঈদের আগে এভাবে দোকান বন্ধ রাখা হলে তাদের পথে বসতে হবে। এমনিতে গত বছরের ক্ষতি এখনও তারা পুষিয়ে নিতে পারেননি। 

সোমবার (৫ এপ্রিল) দুপু‌রে বগুড়ার রানা প্লাজা মা‌র্কেটের ব‌্যবসায়ীরা দোকান খোলার দাবিতে মানববন্ধন ক‌রেন। 

লকডাউনের মধ্যে জরুরিসেবা ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান, গণপরিবহন বন্ধ রয়েছে। সোমবার (৫ এপ্রিল) ভোর থেকে লকডাউন শুরু হয়েছে, চলবে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। 
 

এনাম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়