ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতের পক্ষ থেকে মসজিদে স্যানিটাইজার মেশিন উপহার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৬ এপ্রিল ২০২১  
ভারতের পক্ষ থেকে মসজিদে স্যানিটাইজার মেশিন উপহার

ভারতীয় জনগণের পক্ষ থেকে রাজশাহীর সাহেববাজার বড় মসজিদে একটি অত্যাধুনিক টাচলেস অটো হ্যান্ড স্যানিটাইজার মেশিন উপহার দেওয়া হয়েছে। 

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে এটি মসজিদে স্থাপনের ব্যবস্থাও করেছে। এটি উদ্বোধনের পর দোয়া করা হয়।

স্যানিটাইজার মেশিনটি স্পর্শ না করেই হাতে স্যানিটাইজার নিতে পারছেন মুসল্লিরা। মেশিনের নিচে হাত নিয়ে গেলেই পড়ছে স্যানিটাইজার। করোনাকালে এমন স্যানিটাইজার মেশিন পাওয়ায় খুশি মুসল্লিরা।

মঙ্গলবার সকাল ১০টায় স্যানিটাইজার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি উপস্থিত থেকে মেশিনটি মসজিদ কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাহেববাজার বড় মসজিদের পেশ ইমাম আবুল গনি, মসজিদ কমিটির সভাপতি তোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আলিফ উদ্দিন, কোষাধ্যক্ষ সাঈদ আকতার কাজল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুসল্লিরা।

তানজিমুল হক/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়