ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নওগাঁয় কৃষকের ধান কাটতে যুবলীগের ৩০টি টিম

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ এপ্রিল ২০২১  
নওগাঁয় কৃষকের ধান কাটতে যুবলীগের ৩০টি টিম

করোনা মহামারির কারণে শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় নওগাঁয় হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দিচ্ছে জেলা যুবলীগ।

জানা যায়, এ পরিস্থিতিতে ধান কেটে দিতে যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় এর নেতৃত্বে জেলায় ৩০টি টিম গঠন করা হয়েছে।    

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ সদস্যের একটি টিম সদর উপজেলার পার-নওগাঁঁ গ্রামের জালাল হোসেন নামে এক গরিব কৃষকের দুই বিঘা জমির পাকাধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে।

কৃষক জালাল হোসেন বলেন, ‘আমি গরিব মানুষ। অন্যের জমিতে বর্গা চাষ করেছি। ধান পেকে গেছে।  করোনা পরিস্থিতিতে ধানকাটার শ্রমিক পাচ্ছিলাম না। যুবলীগের নেতারা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে। তারা আমার ধান কেটে না দিলে আমি বড়ধরনের লোকসানে পড়তাম।  তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, ‘করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তাই জেলার গরিব কৃষকদের ধানকাটার কাজে সহযোগিতা করতে জেলা যুবলীগ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিম গঠন করেছে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে।’

সাজু/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়