ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাটোরে করোনায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৩

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৫ জুলাই ২০২১  
নাটোরে করোনায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৩

করোনায় নাটোর জেলার ৪ জনের মৃত্যু হয়েছে। একজন নাটোর সদর হাসপাতালে এবং অপর ৩ জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৬১ জন।

জেলায় ৬৭৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৭.০৭ শতাংশ। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৮৫ জনে।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৫১ জন। সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৮২ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২২৭৪ জন।

এদিকে সোমবার (৫ জুলাই) করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের পঞ্চম দিনেও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে প্রতিদিনের মতো আজে তল্লাশি চলছে। জেলা প্রশাসনের প্রায় ১২টি মোবাইল টিম সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় জানান, সদর হাসপাতালে চিকিৎসাধীন বড়াইগ্রামের বীর মুক্তিযোদ্ধা তফের উদ্দিন আহম্মেদ (৭২) রোববার রাত সাড়ে ৮টায় মারা যান। তিনি বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।

সিভিল সার্জন জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮২ জন চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে অক্সিজেন সঙ্কট নেই। তবে রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলে কিছুটা সমস্যা হতে পারে।

জেলা প্রশাসক শামীম আহমেদ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে যে যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

আরিফুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়