ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কারাবন্দিরা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন ফোনে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২১ জুলাই ২০২১  
কারাবন্দিরা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন ফোনে

ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের বন্দিদের তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করার সুযোগ দেওয়া হয়েছে। একজন বন্দি পরপর তিন দিন এই সুযোগ পাচ্ছেন।

করোনা সংক্রমণ শুরুর পর ২০২০ সালের মার্চের শেষে দিকে দেশের ৬৮টি কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সীমিত করে মাসে একদিন করা হয়। এপ্রিলের শুরুতে তা একেবারে বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ।

এর বিকল্প হিসেবে তখন থেকে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের টেলিফোনে কথা বলার ব্যবস্থা শুরু করা হয়। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের বন্দিরা বিভিন্ন কারণে সেই সুযোগ তেমন পাচ্ছিলেন না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপার মো. মজিবুর রহমান বলেন, কারাগারে করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে কারা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বন্দিদের সঙ্গে স্বজনদের সরাসরি সাক্ষাৎ পুরোপুরি বন্ধ রয়েছে।

মজিবুর রহমান জানান, এবারের ঈদে এই কারাগারের বন্দিরা ১০ মিনিট করে পরপর তিন দিন স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। 
 

শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়