Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে কনস্টেবল নিয়োগে টাকা লাগবে না : এসপি 

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২১  
জয়পুরহাটে কনস্টেবল নিয়োগে টাকা লাগবে না : এসপি 

জয়পুরহাটে পুলিশ কনস্টেবলপদে নিয়োগের কোনো টাকা লাগবে না বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা। তিনি বলেন, কোনো টাকা লাগবে না। সরকার নির্ধারিত ১০৩ টাকা ফির বিনিময়ে পুলিশে চাকরি হবে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন। আগামী ৮ থেকে ১০ নভেম্বর জয়পুরহাট পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে সরাসরি পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। 

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কোনো দালাল, সিন্ডিকেট চক্র, পুলিশ সদস্য কিংবা কারও মাধ্যমে পুলিশের চাকরির জন্য আবেদন করবেন না। কোনো ঘুষ চলবে না। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগে আর্থিক লেনদেন করবেন না। 

তিনি বলেন, ‘পুলিশে নিয়োগের ব্যাপারে আর্থিক লেনদেন হলে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করবো।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান, জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন।

শামীম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়