ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৬ সেপ্টেম্বর ২০২১  
রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী করোনায় আক্রান্ত

রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবির জাওয়াদের করোনা শনাক্ত হয়েছে।

রোববার দুপুর আড়াইটায় স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে আবির জাওয়াদ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছে। তবে তার কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি।

ড. নূরজাহান বেগম বলেন, আবির জাওয়াদের দাদিসহ পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত। সেখান থেকেই আবির আক্রান্ত হয়ে থাকতে পারে। ওই শিক্ষার্থী গত ১৮ সেপ্টেম্বর করোনা পজেটিভ হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সে সর্বশেষ স্কুলে এসেছিলো। তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার শ্রেণির কারো মধ্যে করোনার উপসর্গ দেখা যায়নি। আতঙ্কিত হবার কিছু নেই। শিক্ষার্থীরা সুস্থ আছে। তাই নিয়ম অনুযায়ী ক্লাস চলছে।

রাজশাহী/তানজিমুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়