ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাটোরে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৬ জানুয়ারি ২০২২  
নাটোরে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দান, প্রকাশ্যে নৌকায় সিল এবং কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের অনুসারীদের হুমকি দেওয়ার মত অভিযোগ নিয়েই চলছে ভোট গ্রহণ। 

অপরদিকে ইভিএম সমস্যায় অনেকেই ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন দাবি করেন, সকাল ৮ টায় ভোট শুরু হলেও ৩০টি কেন্দ্রের অধিকাংশ বুথেই তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি। বিভিন্ন বুথ থেকে নৌকা প্রার্থীর অনুসারীরা তাদেরকে বের করে দিয়েছে মর্মে তিনি জানতে পেরেছেন।

তিনি দাবি করেন, শহরের লালবাজার কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দেওয়া হচ্ছে। ফুলবাগান কেন্দ্র, কান্দিভিটুয়া কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে তার ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। শেরেবাংলা কেন্দ্রেও তার এজেন্টদের বসতে দেওয়া হয়নি।

তিনি আরো দাবি করেন, শেরেবাংলা কেন্দ্রে অবস্থান করার সময় নৌকা প্রার্থীর কিছু অনুসারী পুলিশসহ এসে তাকে বের করে দিতে চায়। এ সময় অন্যান্য পুলিশের হস্তক্ষেপে ওই বহিরাগতদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শেরেবাংলা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মশিউর রহমান জানান, সকাল থেকে ভোট শুরু হলেও তার কাছে নারিকেল গাছ প্রতীকের কোন এজেন্ট আসেনি। পোলিং এজেন্টদের কার্ড তার কাছে রয়েছে। পোলিং এজেন্ট আসলেই তিনি বসিয়ে দিতে পারবেন। 

এদিকে একই কেন্দ্রে গীতা রানী নামে এক ভোটার দাবি করেন, তার বাড়ি পাশেই হরিশপুর গ্রামে। তিনি এ পর্যন্ত সকল ভোট দিয়েছেন কিন্তু আজ ইভিএমে ভোট দিতে এসে আঙ্গুলের ছাপ দেওয়ার পর তার স্মার্ট কার্ডের সাথে কম্পিউটারের তথ্যের নাম না মেলায় তিনি ভোট দিতে পারেননি। তিনি ভোট না দিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন।

এমদাদুল হক আল মামুনকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টার বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, নৌকার প্রার্থীর এজেন্টরা দাবি করেছে, নারিকেল গাছ প্রতীকের প্রার্থী কেন্দ্রের মধ্যে দীর্ঘক্ষণ অবস্থান করছেন। তারা ওই মেয়র প্রার্থীকে বের করে দেওয়ার দাবিতে ভিতরে প্রবেশ করে। তবে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আল মামুনের অভিযোগ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. আছিলাম জানান, বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়