ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাজারে জাপানের জাতীয় ফল, কেজি ১২০০ টাকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২২ জানুয়ারি ২০২২  
বাজারে জাপানের জাতীয় ফল, কেজি ১২০০ টাকা

চাঁপাইনবাবগঞ্জে জাপানের জাতীয় ফল পার্সিমন ১২ শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে জেলা শহরের বিশ্বরোডে হযরত আলীকে একটি ভ্যানে ফলগুলো বিক্রি করতে দেখা যায়।

হযরত আলী জানান, জাপানের জাতীয় ফল পার্সিমন। আমাদের দেশে বিদেশি ফলের চাহিদা অনেক। মানুষের চাহিদা পূরণ করতে ফল আমদানিকারকের সাহায্যে জাপান থেকে এ পার্সিমন নিয়ে এসেছি। ২০ কেজি এনেছিলাম। এখন কয়েক কেজি আছে। এ ফলটি ১২ শ’ টাকা কেজি দরে বিক্রি করছি। 

এছাড়াও তার ভ্যানে থাইল্যান্ডের সুইটস ও কাইতন, বাতাবি লেবু ও ড্রাগন ফল রয়েছে। 

ফলগুলোর দাম জানতে চাইলে হযরত আলী জানান, এ ফলগুলো থাইল্যান্ড থেকে আমদানিকারকরা দেশে নিয়ে এসেছে। পরে ঢাকা থেকে নিয়ে এসেছি। সুইটস ও কাইতন আম ১৩ শ’ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়া ড্রাগন ফল ৮ শ’ টাকা কেজিতে বিক্রি করছেন হযরত আলী।

তার ভ্যানে দেশি স্ট্রবেরি ও পেয়ারাও দেখা গেছে। হযরত আলীর কাছে বিদেশি ফলের পাশাপাশি দেশি ফল রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশে এখন পেয়ারা ও স্ট্রবেরি বেশি চাষ হচ্ছে। এ ফলগুলো দেশি হওয়ায় বিক্রি ভালো হয়। 

মেহেদী/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়