ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁয় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ২

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৯ ডিসেম্বর ২০২৪  
নওগাঁয় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ২

বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার। সোমবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে

নওগাঁর মান্দায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের আরো দুই যাত্রী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, “ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

নিহতরা হলেন- নওগাঁর সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন আহম্মেদ সাগর (২৭) ও এনামুল হকের ছেলে আলভি রাব্বানী জিহান (৩০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার সাপাহার থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আরোহী সাগর ও জিহান নিহত হন। পরে স্থানীয়রা প্রাইভেটকারের আহত দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা/সাজু/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়