রোড ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, শ্যালক ও দুলাভাই নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার
বগুড়ায় গোকুলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) ও তার শ্যালক জয়পুরপাড়ার বাসিন্দা বাবুল ইসলাম (৫৭)।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকালে প্রাইভেটকারে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। এ সময় গোকুল বাজার এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা/এনাম/বকুল