ঢাকা     শনিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৫ ১৪৩১

রোড ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, শ্যালক ও দুলাভাই নিহত

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২১ জানুয়ারি ২০২৫  
রোড ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, শ্যালক ও দুলাভাই নিহত

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার

বগুড়ায় গোকু‌লে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রোড ডিভাইডা‌রে ধাক্কা লেগে শ্যালক ও দুলাভাই নিহত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) ও তার শ্যালক জয়পুরপাড়ার বাসিন্দা বাবুল ইসলাম (৫৭)।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকালে প্রাইভেটকারে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। এ সময় গোকুল বাজার এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

ঢাকা/এনাম/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়