নন্দীগ্রামে মহাসড়কে ককটেল বিস্ফোরণ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:৩২, ২৫ জানুয়ারি ২০২৫

বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘‘রাতে বাসস্ট্যান্ড এলাকায় লোকসমাগম কম ছিল। হঠাৎ একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে মহাসড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় একটি বিস্ফোরণ ঘটলেও অপরটি অবিস্ফোরিত থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।’’
তিনি আরো বলেন, ‘‘ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।’’
ঢাকা/এনাম/রাজীব