ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাইবান্ধায় সড়ক সংলগ্ন ঘর উচ্ছেদের সময় বিম পড়ে দুজনের মৃত‌্যু  

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২০  
গাইবান্ধায় সড়ক সংলগ্ন ঘর উচ্ছেদের সময় বিম পড়ে দুজনের মৃত‌্যু  

গাইবান্ধায় সড়কের পাশে ভবন উচ্ছেদের সময় বিমের নিচে চাপা পড়ে দুজন মারা গেছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ডিবি রোডে এ ঘটনা ঘটে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।  

দুর্ঘটনায় মৃত‌্যুবরণকারী দুজনের নাম আজাদ হোসেন ও আব্দুল ওয়াহেদ।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার উদ্দিন বলেন, গাইবান্ধা শহরের ফোরলেন প্রকল্পের আওতায় রাস্তা সংলগ্ন দোকানপাট ভাঙ্গার কাজ দীঘদিন ধরেই চলে আসছিলো।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) শ্রমিকরা ওই সড়কের শাজাহান আলীর দোকান ভাঙ্গার কাজ করছিলেন। এসময় একটি বিম ভেঙ্গে শ্রমিক আজাদ হোসেন ও পথচারী আব্দুল ওয়াহেদের গায়ে ও মাথায় পড়ে। এসময় বিমের নিচে চাপা পড়ে শ্রমিক আজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান।’

তিনি বলেন, ‘গুরুতর আহত পথচারী আব্দুল ওয়াহেদকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।’

নিহত আজাদ হোসেনের বাড়ি বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামে। আর আব্দুল ওয়াহেদ গাইবান্ধা বিসিক শিল্পনগরীর অফিস সহায়ক হিসেবে কমরত ছিলেন।

সিদ্দিক আলম দয়াল/সাজেদ  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়