ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নলডাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১ অক্টোবর ২০২০  
নলডাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন

চার পুলিশ হত্যা মামলার আসামি মো. আবুল কাশেমকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নলডাঙ্গা শহীদ মিনারের সামনে ‘নলডাঙ্গা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপক্ষের সাধারণ জনগণ’ এর ব‌্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, মোজাহারুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, ‘নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা ডিগ্রি কলেজ গভর্নিং বডির অব্যাহতিপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম নয়ন জামায়াত নেতা মো. আবুল কাশেমকে নিয়ম-নীতি উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়েছেন। আবুল কাশেম বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা মামলাসহ কয়েকটি নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি। মো. আবুল কাশেম প্রভাষক হলেও কয়েকজন সহকারী অধ্যাপককে ডিঙিয়ে তাকে ভারপ্রাপ্ত অধ‌্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। অবিলম্বে আবুল কাশেমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।’

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়