ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাইবান্ধায় পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ, পুলিশ সদস‌্যসহ আহত ৮ 

গাইবান্ধা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১৬ জানুয়ারি ২০২১  
গাইবান্ধায় পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ, পুলিশ সদস‌্যসহ আহত ৮ 

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের পর পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ আট জন আহত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ হয়।

গাইবান্ধার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ভোট গণনার পর ব্যালট ও নির্বাচনি সরঞ্জাম নিয়ে কর্মকর্তারা জেলা নির্বাচন অফিসের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ওই কেন্দ্র এলাকার লোকজন নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়। তখন পুলিশও তাদের প্রতিরোধে তৎপর হয়। এক পর্যায়ে আত্মরক্ষায় পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

পরে এলাকাবাসী র‌্যাব, পুলিশের চারটি গাড়ি ভাঙচুর করে এবং একটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান ওসি।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাফিউল আলম বলেন, ‘অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও অতিরিক্ত র‌্যাব মোতায়েন করা হয়।’ 

সন্ধ্যা থেকে সংঘর্ষ, টিয়ারসেল নিক্ষেপ, অগ্নিসংযোগের পর পুলিশ রাত ৮টার দিকে পরিস্থিাতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান ইউএনও আব্দুর রাফিউল আলম।
 

দয়াল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়