ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নীলফামারীতে ৮ ইট ভাটায় অভিযান, জরিমানা ৪৩ লাখ

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২১  
নীলফামারীতে ৮ ইট ভাটায় অভিযান, জরিমানা ৪৩ লাখ

নীলফামারীর সৈয়দপুরে আট ইট ভাটায় অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজিনা আকতার ও রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম অভিযানটি পরিচালনা করেন। 

এসময় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ অভিযানে সহায়তা করেন।

ভাঙচুর করা ইটভাটাগুলো হলো- সেলিনা বেগমের মালিকানাধীন এমবিসি, জোবাইদুল ইসলামে ডিবিএল, আব্দুর রাজ্জাকের এমএইচই ও মো. নুর উদ্দিনের মেসার্স সিএন ব্রিকস। 

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলম বলেন, ‘নীলফামারী জেলায় আটটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ভাটাগুলোকে দ্রুত সময়ের মধ্যে ভেঙে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া।’

সিথুন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়