ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারত থেকে ট্রেনে ৮ মাসে ৭১ হাজার মে.টন পণ্য আমদানি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২১  
ভারত থেকে ট্রেনে ৮ মাসে ৭১ হাজার মে.টন পণ্য আমদানি

ভারত থেকে রেলযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত ৮ মাসে ৭১ হাজার ৭৮০ মেট্রিকটন পণ্য আমদানি হয়েছে। আর ভাড়া বাবদ সরকার রেল থেকে আড়াই কোটি টাকা রাজস্ব পেয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই রেলস্টেশনে মে (২০২০) থেকে ফেব্রুয়ারি (২০২১) পর্যন্ত ৯৭৩টি ওয়াগনে মোট ৭১ হাজার ৭৮০ মেট্রিকটন পণ্য আমদানি হয়েছে। তার ভাড়া বাবদ রাজস্ব এসেছে ২ কোটি ৫১ লাখ ২৮ হাজার ৭৪২ টাকা।

তিনি আরও জানান, ২৫৬টি ওয়াগনে পেঁয়াজ আমদানি হয়েছে ১৫ হাজার ২২০ মেট্রিকটন, তা থেকে সরকার ভাড়া পেয়েছে ৭০ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ৩৮৭টি ওয়াগনে পাথর আমদানি হয়েছে ২২ হাজার ৮১১ মেট্রিকটন, তা থেকে সরকার ভাড়া পেয়েছে ৮৮ লাখ ২৬ হাজার ২২০ টাকা। ৩৩০ ওয়াগনে গম আমদানি হয়েছে ৩৩ হাজার ৭৪৯ মেট্রিকটন, আর তা থেকে ভাড়া পেয়েছে সরকার ৯২ লাখ ৯৭ হাজার ৮৯০ টাকা।

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ