ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোদির আগমনবিরোধী প্রচারণা করায় যুবক গ্রেপ্তার 

ঠাকুরগাঁও সাংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২০ মার্চ ২০২১  
মোদির আগমনবিরোধী প্রচারণা করায় যুবক গ্রেপ্তার 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী ভিডিও ফেসবুকে প্রচার করায় ঠাকুরগাঁওয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) দুপুরে শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম হুমায়ুন কবির (১৯)। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামে।

পুলিশ জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বানচাল করা ও ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে ফেসবুক ভিডিও আপলোড করার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ডিভাইসও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। তার এই কাজে কারও মদদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়