ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আমদানি-রপ্তানি নিয়ে হিলি জিরো পয়েন্টে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ১২ জুন ২০২১  
আমদানি-রপ্তানি নিয়ে হিলি জিরো পয়েন্টে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধের পাল্টাপাল্টি চিঠির প্রেক্ষিতে দিনাজপুরের হিলি সীমান্তের দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

শুক্রবার (১১ জুন) সন্ধ্যা ৬ টায় হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বৈঠকটি চলে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন রাইজিংবিডিকে জানান, সরকারি সকল বিধিনিষেধ অনুযায়ী আমদানি-রপ্তানি করতে সম্মতি দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে তারা সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বন্দরে পণ্য বাহী ট্রাক পাঠাবেন। এছাড়াও স্বাস্থ্যবিধি মানবেন ভারতীয় ট্রাক চালক-হেলপাররা এবং করোনা টিকা তারা পর্যায়ক্রমে দিবেন।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ রাইজিংবিডিকে জানান, কয়েকদিনের চিঠির মাধ্যমে ভুল বোঝাবুঝির আজ অবসান ঘটেছে। তারা আমাদের সকল স্বাস্থ্যবিধি মেনে নিয়েই তারা আমদানি-রপ্তানির কার্যক্রম পরিচালনা করবেন। তবে তাদের পণ্যবাহী ট্রাকগুলো আনলোড এবং গাড়িগুলো সময় মতো দেশে ফেরত পাঠাতে হবে।

তিনি আরও জানান, আগামীকাল শনিবার থেকে এই বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে।

সম্প্রতি, কয়েকদিন যাবৎ দুই দেশের মধ্যে করোনার সনদপত্র ও স্বাস্থ্যবিধি মানা নিয়ে আমদানি-রপ্তানির ওপর প্রভাব পড়ে। ভারতীয় ব্যবসায়ীরা ৪টি শর্ত দিয়ে হিলি বন্দর ব্যবসায়ীদের চিঠি দেন। তারা অনেকটা স্বাস্থ্যবিধি মানতে নারাজ। এরই প্রেক্ষিতে হিলি বন্দর ব্যবসায়ীরাও তাদের চিঠি দেন। শেষে গত বুধবার ৯ জুন থেকে হিলি বন্দরে সকল আমদানি-রপ্তানি বন্ধের হুমকি দেন সেই দেশের ব্যবসায়ীরা। পরবর্তীতে তাদের পুনরায় চিঠি দিয়ে জানানো হয়, আগামী বুধবার-বৃহস্পতিবার আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে হবে। শুক্রবার ১১ জুন বিকেলে আপনাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

মূলত তারই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক। বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, তারা তাদের আমদানি-রপ্তানি স্বাস্থ্যবিধি মেনেই পরিচালনা করবেন।

এসময় ভারত হিলি ও বাংলাহিলির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মোসলেম/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়