ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিস্তা-ধরলায় পানি বাড়ছে, দেখা দিয়েছে ভাঙন

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ৫ জুলাই ২০২১  
তিস্তা-ধরলায় পানি বাড়ছে, দেখা দিয়েছে ভাঙন

উজানের ঢল আর বৃষ্টিতে পানি বাড়ছে তিস্তা-ধরলায়। পানিবন্দি হয়ে পড়ছেন নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা।

পানির চাপে নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দেওয়ায় মানুষজন তাদের বসতভিটা সরিয়ে নিচ্ছেন। গরু-ছাগলসহ গৃহপালিত পশুপাখি নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন তারা।

ধরলা পারের কৃষক মবিয়ার রহমান, শমসের আলী, জোনাব আলী জানালেন, অন্যান্যবারের তুলনায় এবার তাদের ফসলহানী হয়েছে কম। তামাক, ভুট্টা, পেঁয়াজ, গমসহ চরের প্রায় সব ফসলই তুলে নিতে পেরেছেন তারা। কেবল বেকায়দায় পড়েছেন তোষা পাট নিয়ে।

সোমবার (৫ জুলাই) নদীতে হু হু করে পানি বাড়ছে বলে জানান তারা।

নদী পাড়ের বাসিন্দা দুলু মিয়া জানালেন, মহিষখোঁচার কুটিরপাড় ও বালাপাড়ায় নতুন করে প্রায় ১৫টির মত বসতভিটা ভেঙেছে। লালমনিরহাট সদরের চর গোকুন্ডা, হাতিবান্ধা উপজেলাতেও বাড়িঘর ভাঙছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়ভাবে পানি বাড়ছে আবার নেমেও যাচ্ছে।

ফারুক আলম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়