ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পঞ্চগড়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২৯ নভেম্বর ২০২১  
পঞ্চগড়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কালীয়াগঞ্জ গ্রামে সংঘর্ষ হয়। 

সংঘর্ষে আহতরা হলেন— ইউনুস আলী (৫০), দয়েরুল ইসলাম (৪৮), খলিলুর রহামান (৫২) ও মশারফ হোসেন (১৯)।

ইউনুস আলীর পরিবারের লোকজন জানান, কিসমতপুর বাহাদুর এলাকায় ৩৫ শতক জমি দীর্ঘদিন ধরে তারা চাষাবাদ করে আসছেন। বছর খানেক আগে জমিটি নিজেদের বলে দাবি করেন স্কুলশিক্ষক আজিজার রহমান। এ নিয়ে আদালতে মামলা হয়। সম্প্রতি মামলার রায় হয় ইউনুসদের পক্ষে। রায় পাওয়ায় দুপুরে ইউনুস এবং তার অংশীদাররা জমিতে চাষ করতে যায়। সেখানে দলবল নিয়ে বাধা দেন আজিজার। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এতে আহত হওয়া চারজনকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে আজিজার রহমান বলেন, ‘রায় ওরা পেলেও আমাদের আপিলের সুযোগ আছে। ওই জমির বিরোধ নিয়ে মিমাংসার কথাও চলছিলো। কিন্তু হঠাৎ করে তারা জোর করে জমি দখল করতে এসেছে। আমি সেখানে বাধা দিতে গেলে সংঘর্ষ হয়।’

বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনও কেউ মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

নাঈম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়