ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হাকিমপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৭ মে ২০২২  
হাকিমপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

দিনাজপুরের হাকিমপুরে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। একই দিন লটারির মাধ্যমে খাদ্য গুদামে ধান বিক্রিতে আগ্রহী কৃষক নির্বাচন করা হয়।

মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের কাছ থেকে ধান ও চাল ক্রয় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। 

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম, মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জন সংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক প্রতাপ, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, খট্টা-মাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাউছার রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম ও আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

হাকিমপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোসেফ হাসঁদা বলেন, এবারে ২৭ টাকা কেজি দরে ৯৭৫ মেট্রিকটন ধান ও ৪০ টাকা কেজি দরে ৪২৭ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। 

/মোসলেম/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়