ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিয়মিত অফিসে আসেন না হাকিমপুর উপজেলা মহিলা কর্মকর্তা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২৫ জুন ২০২২  
নিয়মিত অফিসে আসেন না হাকিমপুর উপজেলা মহিলা কর্মকর্তা

নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুনের বিরুদ্ধে। অফিস সহকারী দিয়ে চলেছে এই অফিসের কার্যক্রম। যোগদানের পর থেকে সপ্তাহে এক থেকে দুই দিন অফিস করেন তিনি। অফিসে না থাকায় ব্যাহত হচ্ছে কার্যালয়ের কার্যক্রম। হয়রানির শিকার হচ্ছে ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুনের অফিসে তালা ঝুলানো। অফিস সহকারী তার কক্ষ খুলে রেখেছেন। গত ৭ নভেম্বর হাকিমপুর উপজেলায় যোগদানের পর থেকে ঢিলেঢালাভাবে অফিস করে আসছেন তিনি। এতে বিভিন্ন প্রশিক্ষণ নিতে আবেদন করতে এসে ভোগান্তিতে পড়ছেন নারীরা।  

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী রাইজিংবিডিকে বলেন, ‘মহিলা বিষয়ক অফিসে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। এতে অংশ নেওয়ার জন্য এখানে এসেছি। কিন্তু যিনি অফিসের প্রধান, তাকেই পাচ্ছি না। তাকে না পেলে তো আমাদের সমস্যা।’ 

নিয়মিত অফিস কেন করেন না¬— এ বিষয়ে জানতে চাইলে জুলেখা খাতুন রাইজিংবিডিকে বলেন, ‘আমার একটু সমস্যা, যার কারণে এমন হচ্ছে। পরবর্তীতে এমন আর হবে না।’ 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম রাইজিংবিডিকে বলেন, ‘মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস করেন না বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হবে।’ 

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন রাইজিংবিডিকে বলেন, ‘উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যোগদানের পর থেকে ঠিকমত অফিস করেন না। সপ্তাহে এক থেকে দুই দিন, আবারও কোনো সপ্তাহে আসেন না— এমন অভিযোগ অনেক পেয়েছি। অফিসে না থাকায় ইউনিয়নের চেয়ারম্যানরাসহ অনেক নারী হয়রানির শিকার হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবগত করেছি, আশা করছি তারা এর ব্যবস্থা নেবে।’ 

এ বিষয়ে দিনাজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান রাইজিংবিডিকে বলেন, ‘হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়মিত অফিস করেন না— এমন অভিযোগ আমি পেয়েছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

মোসলেম/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়