ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্বরূপে ফিরছে রাজধানী, রাস্তায় যানজট

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:১৫, ৮ অক্টোবর ২০২০
স্বরূপে ফিরছে রাজধানী, রাস্তায় যানজট

রাজধানীতে সেই চিরচেনা যানজট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর রাজধানীতে দীর্ঘদিন বন্ধ ছিল গণপরিবহন চলাচল। পরে স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে পুরো যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেয় সরকার। করোনার কারণে মানুষের চলাচল কম থাকায় দীর্ঘদিন রাজধানীর সড়কে গণপরিবহন কম চলাচল করত। এখনও করোনার সংক্রমণ অব‌্যাহত থাকলেও জনজীবন প্রায় স্বাভাবিক হয়েছে। করোনা-পূর্ব সময়ের মতো চলছে গণপরিবহন। ফলে রাজধানীতে আবারও যানজট দেখা যাচ্ছে। 

করোনা মহামারির কারণে যান চলাচল কম থাকায় কয়েক মাস রাজধানীর সড়কে যানজট ছিল না। তবে এখন প্রায় প্রতিদিন সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানবাহনের জটলা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ভয়াবহ যানজটে পরিণত হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর মিরপুর, ফার্মগেট, শাহবাগ, এলিফ‌্যান্ট রোড, আসাদ গেট, বিজয় সরণি, পল্টনে এমন চিত্র দেখা গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমদাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রা একেবারেই ওলটপালট হয়ে গিয়েছিল। অফিস-আদালত, বাস, লঞ্চ, ট্রেন থেকে শুরু করে সবকিছুই বন্ধ ছিল। এখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। এখন রাস্তায় বের হলেই দেখা যাচ্ছে, সেই চিরচেনা জ্যাম। কিছুদিন আগেও রাস্তায় বাসের পরিমাণ কম ছিল। এখন প্রচুর গণপরিবহন চলাচল করছে রাস্তায়।’

আসমা আক্তার নামের এক নারী বলেন, ‘আমার বাসা শ্যামলীতে। সেখান থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে আসতে সাধারণত ৩০-৪০ মিনিট সময় লাগে। কিন্তু আজ এ পথ পাড়ি দিতে সময় লেগেছে দেড় ঘণ্টার মতো।’

শাহবাগ এলাকায় পানি বিক্রি করেন মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন বাস চলাচল বন্ধ ছিল। মানুষও বের হতো না বাইরে। তাই আমার পানি বিক্রিও বন্ধ ছিল। এখন আবার আগের মতো মানুষ রাস্তায় বের হচ্ছে। বাসও চলাচল করছে আগের মতোই।‘

মোহাম্মদপুর-উত্তরা রুটের চলাচলকারী প্রজাপতি পরিবহনের বাসচালক মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ‘করোনার কারণে কয়েক মাস আমরা বসে ছিলাম। লকডাউনের কারণে অনেকে ঘর থেকে বের হয়নি। এখন মানুষ কাজের জন্য ঘর থেকে বের হচ্ছেন। ফলে রাস্তায় যাত্রী ও বাসের পরিমাণও বেড়েছে। কয়েক দিন আগেও মোহাম্মদপুর থেকে উত্তরা যেতে জ্যাম পেতাম না। এখন সে অবস্থা নেই। এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জ্যাম লেগেই থাকে। আগের তুলনায় প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে গন্তব্যে যেতে।’

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়