ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভর্তি পরীক্ষা নিবে ঢাবি, স্বাস্থ‌্যবিধির কী হবে 

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ২০:৩৪, ২৯ অক্টোবর ২০২০
ভর্তি পরীক্ষা নিবে ঢাবি, স্বাস্থ‌্যবিধির কী হবে 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সরাসরি নেওয়ার উদ্যোগে শিক্ষার্থীরা খুশি হলেও করোনাকালে স্বাস্থ‌্যবিধি মানার বিষয়টি কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে সংশয় ও উদ্বেগ আছে তাদের মধ‌্যে। তবে বিশ্ববিদ‌্যালয় প্রশাসন বলছে, সময়মতো এ বিষয়ে ব‌্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শায়লা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, ‘জানতে পারলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা বিভাগভিত্তিক নেবে। এতে করে আমাদেরকে ঢাকায় যেতে হবে না। এটি খুবই ভালো উদ্যোগ। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে স্বাস্থ্যবিধি রক্ষা করতে পারবে কিনা।’

আরেক শিক্ষার্থী রাহিমা সুলতানা বলেন, ‘আমি সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি যে খুব বেশি সমস্যা হবে, তা মনে হচ্ছে না। বিশ্ববিদ্যালয় সরাসরি পরীক্ষা নেওয়ার চিন্তা করেছে, নিশ্চয়ই সেটির বিষয়ে ভালো একটি সিদ্ধান্ত নিবে। এ ব্যাপারে আমি আশাবাদী।’

তানভিরুল করিম নামের এক অভিভাবক জানান, ‘পরীক্ষা সরাসরি নিলে স্বাস্থ‌্যবিধির বিষয়ে প্রশ্ন এসে যায়। যেখানে সরকার পিইসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষা পর্যন্ত বাতিল করেছে, সেখানে অবশ্যই এটি একটি আশঙ্কার বিষয়। তাই এটির বিষয়ে যথাযথ পদক্ষেপ জরুরি।’

জানা গেছে, ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতে পারে। সরাসরি ভর্তি পরীক্ষার খবরে খুশি হয়েছেন ঢাবিতে ভর্তিচ্ছু অধিকাংশ শিক্ষার্থী। তারা মনে করেন, অনলাইনে ভর্তি পরীক্ষা নিলে অনেক অনিয়ম হওয়ার আশঙ্কা আছে। সরাসরি পরীক্ষা হলে মেধার সঠিক মূল্যায়ন হবে।

শারমিন আক্তার নামের এক শিক্ষার্থী বলেছেন, ‘অনেকে এসএসসিতে খারাপ ফল করলেও এইচএসসিতে ভালো প্রস্তুতি থাকে। কিন্তু এবার এইচএসসি পরীক্ষা হবে না, ফলে প্রতিভা দেখানোর সুযোগ নেই। তাই বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা নিলে প্রতিভা দেখানোর সুযোগ হবে। এর পাশাপাশি যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী বাছাই করার সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম জানান, ‘আমরা যখনই হোক, পরীক্ষা সরাসরিই নেব। এ সিদ্ধান্ত চূড়ান্ত। অনেকেই স্বাস্থ‌্যবিধির কথা বলছেন। আমাদের মাথায় সেটি আছে। সময় অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এখনো অনেক সময় বাকি আছে। এইচএসসি ফল দেবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এর মধ্যে অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া যাবে। আর এর জন্য অবশ্যই স্বাস্থ‌্য সংশ্লিষ্টদেরও পরামর্শ নেওয়া হবে।’

ঢাকা/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়